সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, মব ভায়োলেন্স ও নারী বিদ্বেষী কর্মকান্ড বন্ধ,নারী-শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্বাচন ব্যবস্থার ন্যূনতম সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে বুধুবার (১২ মার্চ) সকালে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা বাসদের আহবায়ক জোটের অন্যতম নেতা কমরেড আব্দুল কুদ্দুস। বক্তব্য দেন বাসদ রংপুর জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম ও বাসদ মার্ক্সবাদী রংপুর জেলা সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু প্রমুখ।
বক্তারা বলেন,দেশে একের পর এক নারী-শিশু ধর্ষণ ও নিগ্রহের শিকার হচ্ছে অথচ প্রকৃত দোষীদের তড়িৎ গতিতে আইনের আওতায় না এনে উল্টো ভিক্টিমের মর্যাদায় আঘাত করছে।যে নারী-শিশুরা জুলাই অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টকে উৎখাত করলো একটি ভয়ভীতিহীন-বৈষম্যমুক্ত সমাজ পাবার প্রত্যাশায়।অথচ তারাই এখন প্রতিপদে পদে নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগছে।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মব ভায়োলেন্স সংঘঠিত হলেও প্রশাসন নির্বিকার। সিন্ডিকেটের কোথাও কোন আঁচড় না লাগায় বাজার থেকে সয়াবিন তেল উধাও, লাগামহীন মূল্যেবৃদ্ধি ঘটছেই। গ্রাম থেকে শহর,প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই উৎকন্ঠা বাড়ছে।
নেতৃবৃন্দ,এসব বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপের দাবি জানান।একইসাথে নির্বাচন ব্যবস্থার ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার তাগিদ দেন।