× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি।

১২ মার্চ ২০২৫, ১৭:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. অভিজিৎ সর্মার সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৫ মার্চ দেশব্যাপী পরিচালিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কিশোরগঞ্জ জেলায় ৫ লাখ ১৫ হাজার ৮৫৩টি শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

১৩ উপজেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ৯৩৪টি টিকাদান কেন্দ্রে শিশুদেরকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের ৪ হাজার ৬৬১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

৬-১১ মাস ও ১২-৫৯ মাসের প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়াতে নিরুৎসাহিত করে তিনি বলেন, সুস্থ হওয়ার পরবর্তী এক মাস উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে।

প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.