× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে উদ্দীপন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রমজান খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুর প্রতিনিধি।

১২ মার্চ ২০২৫, ১৭:৩১ পিএম । আপডেটঃ ১২ মার্চ ২০২৫, ১৭:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে সুবিধা বঞ্চিত দরিদ্র ২০০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় আজ সকাল ১১ টায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন এ খাদ্য সামগ্রী বিতরণ করে। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।

উদ্দীপন পিরোজপুর জোন এর জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শত বিশ্বাস, নূরুন্নাহার স্বপ্না ম্যানেজার উদ্দীপন প্রধান কার্যালয় কাইয়ুম হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর অঞ্চল।

এছাড়াও মুসলিম এইড প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন খান, বেল্লাল হোসেন, উদ্দীপন কমিউনিট রিলেশন অফিসার (সামাজিক উন্নয়ন কর্মসূচি) ফাহমিদা আফরোজ, উদ্দীপন সদর শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান সহ উদ্দীপন ও মুসুলিম এইড এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন উদ্দীপন পবিত্র রমজান মাসে দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করেছে।

সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। খাদ্য সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে এসময় প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি খেজুর, ১ প্যাক নুডুলস, ৩ কেজি আলু, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ২ কেজি, তেল ২ লিটার, লবন ১ কেজি, ছোলা ১ কেজি বিতরণ করা হয়।


উদ্দীপন পিরোজপুর অঞ্চলের বিভিন্ন শাখার উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক, এফসিও এবং হিসাব রক্ষকগণ অনুষ্ঠান অয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.