× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে এসবিএম ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

বান্দরবান প্রতিনিধি।

১২ মার্চ ২০২৫, ১৭:৪৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বান্দরবানের লামায় যৌথ অভিযানে এসবিএম নামে একটি চিমনি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ বুধবার দুপুরে আজিজনগর ইউনিয়নে নাজিরাম পাড়া এলাকায় অবৈধ ইটভাটা এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, সহকারী ভুমি কমিশনার রূপায়ন দেব ও পরিবেশ অধিদপ্তর সহকারী মোঃ রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ও বনবিভাগ সদস্যরা।

প্রশাসন ও পরিবেশ জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে অনুমোদনহীন ভাবে আইন তোয়াক্কা না করে চিমনি দিয়ে এসবিএম মালিক আজম খান নামে এক ব্যক্তি ইটভাটা পরিচালনা আসছিল। চারিদিকে পাহাড় কাটা পাশাপাশি বন উজাড় করে জ্বালানি কাঠ মজুদ করে। খবর পেয়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে পানি দিয়ে ইটভাটায় চুল্লির আগুন নিভানোর পাশাপাশি স্কেভেটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে ইটভাটা বন্ধ করে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পাহাড় কাটার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে এক লক্ষ টাকা ও সাড়ে পাচশত ঘনফুট কাঠ জব্দসহ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, যৌথভাবে আজিজনগর এলাকায় এসবিএম ইটভাটায় যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এসময় ইটভাটায় ব্যবহৃত চিমনি ও কিলন গুড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে জরিমানাও করা হয়েছে। এধরনের অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.