× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা, হামলায় নারীসহ আহত ৫

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি।

১২ মার্চ ২০২৫, ১৭:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চন্দ্রপুর এলাকায় ইসমাইল হোসেন নামে এক প্রবাসীর বসতঘরের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় কয়েকজন বখাটের বিরুদ্ধে।

এসময় ওই  প্রবাসীর নির্মাণাধীন ভবন, সেফটি ট্যাংকিসহ বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে বখাটেরা। এঘটনায় লক্ষ্মীপুর আদালতে ভুক্তভোগীর পিতা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন, আবদুল গণির ছেলে কামরুল, ইমন, মেয়ে মিমি, রিমি ও স্ত্রী পারুল বেগম। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের জহির উদ্দিন পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, প্রবাসীর স্ত্রী শাহিনুর, মা মরিয়ম বেগম, বাবা গোলাম সারোয়ার, আতœীয় পিনু ও জোহরা বেগম। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা ও স্থানীয় বখাটে হিসেবে পরিচিত।

আদালতের মামলাসূত্র, ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওই এলাকার বখাটে কামরুল ও ইমন দীর্ঘদিন ধরে তাদের দুই বোন ও মাকে দিয়ে প্রবাসী ও তার পরিবারকে হয়রাণি করছে। সম্পত্তি বিরোধের বিষয় উল্লেখ করে থানায় অভিযোগ দিলেও নানা অজুহাতে তারা আর থানায় উপস্থিত হয়না। দীর্ঘ সময় এভাবেই প্রতিপক্ষকে ঘায়েল করে আসছে বখাটে কামরুল ও ইমন। প্রবাসীর ক্রয়কৃত, দখলীয় ও মালিকীয় সম্পত্তিতে নির্মাণাধীন বসতঘর ও সেফটি ট্যাংকি মঙ্গলবার সকালে ওই বখাটেরা কিছু অংশ ভেঙ্গে ফেলে। এসময় ওই বখাটেরা প্রবাসীর পরিবারকে লাঞ্চিত করে। স্থানীয়রা এগিয়ে আসলে দুই বখাটে তাদের দুই বোনসহ তাদের মা পারুল বেগমের শরীরে আঘাত করে প্রবাসীর স্ত্রী ও পরিবারকে ফাঁসানোর চেষ্টা করে।

এসময় অভিযুক্তরা বলেন, কোন বক্তব্য বা ভিডিও যাতে না দেখি। এটা তাদের বিষয় বলেও দাবি করেন তারা।

এধরনের বখাটেদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, হামলার বিষয়টি শুনেছি। ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.