আগামী ১৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ (২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ) কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর স্মরণোৎসব-২০২৫ উপলক্ষ্যে অদ্য ১২ মার্চ ২০২৫ খ্রি. তারিখ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালন একাডেমির সভাকক্ষে জেলা কোর কমিটির সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, কুষ্টিয়া এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় লালন একাডেমী চত্বরে প্রিন্ট/ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণের সহিত মতবিনিময়ে বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর স্মরণোৎসব-২০২৫ উপলক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সোলাইমান শেখ, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।