× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় অবৈধ দখলকৃত আড়াই কোটি টাকার খাস জমি উদ্ধার

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

১৩ মার্চ ২০২৫, ১৩:৩২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বড়লেখায় দীর্ঘকাল অপদখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সরকারি এই ভূ-সম্পত্তি উদ্ধার করে সেখানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন।

জানা গেছে, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কতিপয় ব্যক্তি উপজেলার তালিমপুর ইউনিয়নের দত্তের মহাল মৌজার আর.এস ১ নং খতিয়ানের ১১৯২, ১১৯৩, ১১৯৪, ১১৯৫, ১১৯৬  ১১৯৭ দাগের ১ একর ৬১ শতক খাস জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, পুকুর খনন, ধান চাষ করে ভোগদখলে রেখেছিল। বিভিন্ন সময় প্রশাসন সরকারি এই জমি উদ্ধারের উদ্যোগ নিলেও রাজনৈতিক প্রভাবশালী মহলের অবৈধ হস্তক্ষেপে তা সফল হয়নি। অবশেষে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে মঙ্গলবার (১১ মার্চ) বড়লেখা উপজেলা প্রশাসন বেদখলে থাকা সরকারি খাস ভূমি উদ্ধার করে তা সরকারের নিয়ন্ত্রণে এনেছে।

বড়লেখা ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, উদ্ধারকৃত ভূমির ৬১ শতকে তিনটি পরিবার বসবাস করছে। অবশিষ্ট ভূমিতে পুকুর, আমন ক্ষেত ও কিছু জায়গা ফাঁকা রয়েছে। উদ্ধারকৃত সরকারি খাস ভূমির বর্তমান বাজার মূল্য আড়াই কোটি টাকা। উক্ত ভূমিতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে এবং অবৈধ দখলদারদের উক্ত ভূমি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.