জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্থানান্তরের প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে
জাতীয় পরিচয়পত্র স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
STAND FOR NID SAVE NID-PROTECT VOTER LIST-ENSURE DEMOCRACY পালন করা হয়।
জেলা নির্বাচন অফিস, নাটোর ও উপজেলা নির্বাচন অফিস, নাটোর সদর এর আয়োজনে জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি,উপজেলা নির্বাচন অফিসার উজ্বল কুমার রায়,সহ সকল জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।