× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন কারাগারে

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৩ মার্চ ২০২৫, ১৫:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফুল সংগ্রহ করতে যাওয়া ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।  আজ (১৩ মার্চ) দুপুরে অভিযুক্ত রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল রায়।

সেই সাথে আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়।  এর আগে অভিযুক্ত রুহুল আমিনের পক্ষে এ্যাড. ফিরোজ কবির নিয়ন জামিনের আবেদন করেন।

উল্লেখ্য: গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল আনতে পাশের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৯ বছরের এক স্কুল শিক্ষার্থী।

ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ঘটে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে। 

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ওই দিন সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার জন্য প্রতিবেশী রুহুল আমিনের বাড়িতে ফুল আনতে যায় ওই শিক্ষার্থী। অভিযুক্ত রুহুলের পরিবার ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে রুহুল আমিন তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় গ্রামের মুসল্লিরা নামাজের দাওয়াত দিতে ওই  বাড়িতে গেলে শিশুটি ছাড়া পেয়ে তার বাড়িতে চলে যায়।

পরে ভুক্তভোগী বাড়িতে বিষয়টি খুলে বললে এ ঘটনায় দুপুরের দিকে অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এর পর থেকেই পলাতক ছিলেন রুহুল আমিন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.