চুলা থেকে উঠিয়ে ট্রেতে রাখা হচ্ছে গরম গরম ইফতার সামগ্রী, আর মূহুর্তেই সেগুলো শেষ হয়ে যাচ্ছে। দোকানের সামনে ভীড় লেগেই আছে সবসময়। কাষ্টমাররা লাইন ধরে কিনছেন গরম গরম ইফতারি। রোজাদারদের জন্য মাত্র এক টাকায় আলুর চপ, কলার চপ ও দুই টাকায় পিয়াজু, কুমড়ার চপ, সবজির বরা ও বেগুনী বিক্রি করছে বরিশালের সম্রাট ইফতারি ঘর।
বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডের সম্রাট ইফতারি ঘর নামের এই দোকানে ছয় ধরনের ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে মাত্র এক টাকা ও দুই টাকায়। আলুর চপ, পিয়াজু ছাড়াও তাদের দোকানে পাওয়া যাচ্ছে, গরুর ঝাল টমোটো, গরুর সাসলিক, চিকেন সাসলিক, ডিমের চপসহ মজাদার সব ইফতার।
তবে দাম কম হওয়ার ফলে বেচাবিক্রি বেশি হওয়ায় দেরিতে আসা ক্রেতারা এসে ইফতারি পাচ্ছেনা। রমজান মাসে সব জিনিসের দাম যখন হাতের নাগালের বাইরে তখন ১ টাকায় ইফতার বিক্রির এমন মহৎ উদ্যেগের সাধুবাদ জানান এলাকাবাসী।
ইফতার কিনতে আসা একজন ক্রেতা জানান, বরিশালে অন্য কোথায় ১ টাকায় ইফতার পাওয়া যায়না। দাম কম হওয়ায় আমরা প্রতিদিন এখান থেকেই ইফতার কিনি। গরিবের মানুষের জন্য খুব ভাল একটা উদ্যেগ নিয়েছেন তারা। এমন উদ্যেগো আমরা সবাই সন্তুষ্ট।
দোকানের মালিক মাহমুদ হাসান আকাশ বলেন, গত তিন বছর ধরে ১ টাকার ইফতারের কার্যক্রম পরিচালনা করে আসছি। ১ টাকা ও ২ টাকা ছাড়াও আমাদের এখানে ভিন্ন ভিন্ন দামে অসংখ্য মজাদার ইফতার রয়েছে যা রোজাদারদের খুব প্রিয়।
কম দামে ইফতার পেয়ে গরিব মানুষেরা তাদের চাহিদা মতো এখান থেকে ইফতার কিনতে পারেন।
মাত্র এক টাকায় ইফতার কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা ও এমন মহৎ উদ্যেগের প্রশংসাও করছেন তারা।