× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাটু‌রিয়ায় শহীদ বেদিতে ফুল দিতে গি‌য়ে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

মা‌নিকগঞ্জ প্রতিনিধি

২৬ মার্চ ২০২২, ০৬:৪০ এএম

উপজেলার শহীদ বেদিতে ফুল দিতে গি‌য়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপল‌ক্ষে উপজেলার শহীদ বেদিতে ফুল দিতে গি‌য়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আট জন।

শ‌নিবার (২৬ মার্চ) সকা‌লে উপজেলার বা‌লিয়া‌টি‌তে বাংলাদেশ চত্বরের শহীদ বেদিতে ফুল দিতে গি‌য়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী আওয়ামী লীগের ব্যানারে শহীদ বেদিতে ফুল দিতে গেলে বাধা দেয় বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিনের সমর্থকেরা। এতেই হট্টগোলের সৃষ্টি হয়। প‌রে দুপ‌ক্ষের সংঘর্ষ বাধ‌লে বা‌লিয়া‌টি ইউ‌নিয়ন যুবলীগের বহিষ্কৃত নেতা মো. জাকির হোসেন ও নাজমুলসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলী‌গের নেতাকর্মীরা এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালিয়াটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আ‌মিন বলেন, ঘটনাটি দুঃখজনক। বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সোহেল চৌধুরী তাঁর দলবল নিয়ে আওয়ামী লীগের ব্যানারে শহীদ বেদিতে ফুল দিতে গেলে এই ঘটনা ঘটে।

বা‌লিয়া‌টি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুলের তোড়া দিতে গেলে আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমীন ও তাঁর দলবল তার ওপর হামলা করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা ন্যক্কার জনক।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি দুঃখজনক। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বাধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.