চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে ৷ জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়,ভিজিএফ কার্ডের এই চাল বিতরণ করা হয়।
আজ (১৩ মার্চ ) সকালে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপির প্যানেল চোয়ারম্যান মো: সালা উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন বি এনপি‘র সভাপতি ইয়াছিন মোল্লা ৷
১ হাজার ৪শ জেলে পরিবারের মাঝে ৫০ মেট্রিকটন চাউল বিতরণ করা হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন বি এনপি‘র সাধারণ সম্পাদক মো: গণি তপদার,যুদ্ম সম্পাদক ও ইউপি সদস়্য দেওয়ান ওলিউল্যা,ইউপি যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু,বিএনপি নেতা সালে আহমেদ,ইউপি সদস্য আব্দুল কাদির জিলানিসহ অন্যান্য ইউপি সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে সরকারের নির্দেশনা মেনে ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা নিধন থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহববান জানান বক্তারা ৷