× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

রংপুরে ৪ লাখ ৯১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৩ মার্চ ২০২৫, ১৬:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনসহ আট উপজেলায় দুই হাজার ১২৯টি কেন্দ্রে চার লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি অস্থায়ী কেন্দ্রে এক লাখ ৩৩ হাজার ৫০০ শিশু এবং জেলার বাকি আট উপজেলায় এক হাজার ৮৩২টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ৫৭ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৯২২ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী চার লাখ ৩২ হাজার ৭৮জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী, টিকাদান কেন্দ্র নির্ধারণ করাসহ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত পৃথক দুটি সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, এবার সিটি কর্পোরেশন এলাকায় ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার পাঁচশো শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ১৪ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য সিটির ৩৩টি ওয়ার্ডে দুইশো ৯৭টি কেন্দ্রে সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশনসহ ছয়শো ৬৬ জন স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবী ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।

যদি কোনো শিশুকে গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে তবে সেই শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুলে সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এরপরও যদি শিশুর বমি বমি ভাব হয় তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। শিশুকে ভরা পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। কান্নারত অবস্থায় বা জোর করে কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। আস্ত বা গোটা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ক্যাপসুলের ভেতরের তরল ভিটামিন ‘এ’ শিশুকে খাওয়াতে হবে। তবে আগে থেকে ক্যাপসুলে মুখ কেটে রাখা যাবে না।

সংবাদ সম্মেলনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১২ মার্চ) দুপুরে পুরাতন সদর হাসপাতাল সংলগ্ন সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. শাহিনা সুলতানা বলেন, আট উপজেলার ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার চারশো ২২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ১৮ হাজার ৭৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য এক হাজার আটশো ৩২টি কেন্দ্রে তিন হাজার ছয়শো ৬৪ জন স্বেচ্ছাসেবী, চারশো ৫৬ জন স্বাস্থ্যকর্মী ও দুইশো ২৮ জন তদারককারী ক্যাম্পেইন পরিচালনার দায়িত্বে থাকবেন। প্রতিটি টিকা কেন্দ্রে এবং বড় হাট-বাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট এবং রেলওয়ে স্টেশনের অস্থায়ী/ভ্রাম্যমাণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে শিশুর মৃত্যুর ঝুঁকি কমবে উল্লেখ করে তিনি আরও বলেন, ক্যাম্পেইনের দিন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সঙ্গে সঙ্গে মায়েদেরকে শিশুর জন্মের পর পর শাল দুধ খাওয়ানো, শিশুর ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ বাচ্চাকে খাওয়ানো, ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর এবং সুষম বাড়তি খাবার শিশুকে খাওয়ানোসহ পুষ্টি সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। শিশুদের ভিটামিন ‘এ’ অন্ধত্ব প্রতিরোধ করাসহ শিশু মৃত্যু রোধ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.