সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ মাার্চ বেলা ২ টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নওয়াগাঁও কাদিরিয়া হান্নান ফেরুজা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা প্রাঙ্গণে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর বড় জামাতা মেরিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী,উপজেলা কৃষক দলের সভাপতি লেংগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ,তোয়াকুল ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিন,নন্দির গাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাবেক মেম্বার আফতাব আলী,নওয়াগাঁও গ্রামের মুরুব্বী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মজর আলী, বসির উদ্দিন, দৌলতপুর রহমান,মাস্টার রশিদ আহমদ,মাস্টার আব্দুল জব্বার,মাওলানা হাবিবুর রহমান, মতিউর রহমান ও মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া মেরিনি ইঞ্জিনিয়ার আলিফুল ইসলাম মাদ্রাসার ফান্ডে নগদ বিশ হাজার টাকা প্রদান করেন।