× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালিত

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

১৩ মার্চ ২০২৫, ১৭:০৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

জাতীয় পরিচয়পত্র (NID) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালিত হয়েছে। 

আজ (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে পটুয়াখালী জেলার নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন। 

বক্তারা জানান, ১৭ বছর ধরে নির্বাচন কমিশনই সুষ্ঠুভাবে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা দাবি করেন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত এবং এটিকে কোনো নতুন কমিশনের অধীনে নেওয়ার ষড়যন্ত্র তারা মেনে নেবেন না।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনেই রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কিছু মহল এটিকে আলাদা কমিশনের অধীনে নেওয়ার চেষ্টা করছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

উল্লেখ্য, এর আগে, ৫ মার্চ জাতীয় পরিচয়পত্র (NID) নির্বাচন কমিশনের অধীন রাখার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। পরে ৯ মার্চ নির্বাচন কমিশন সরকারের কাছে চিঠি পাঠালেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.