রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় ৪৩টি লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে।
গত ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় সাজেকের রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে ক্ষতিগ্রস্ত ৪৩টি পরিবারের মাঝে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস, কলসি, মগসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি,জি।
এছাড়াও ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, "সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে এবং আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক রিসোর্ট, কটেজের পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়ে। বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের জন্য আশার আলো হয়ে এসেছে।