× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পা দিয়ে পিষে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই, জরিমানা ১ লাখ

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

১৩ মার্চ ২০২৫, ১৮:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে পিষে, মানসম্মত ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করার অপরাধে জাহিদুল ইসলাম (৫০) নামে এক উৎপাদনকারী ১ লক্ষ টাকা জরিমানা হয়েছে এবং ৪ টন মালামাল জব্দ করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।

আজ (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ জরিমানা করা হয়। এছাড়াও ৬ লাখ টাকা মূল্যের ৪ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন'সহ সিংড়া থানা পুলিশের সদস্যর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার বলেন, বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারার লঙ্ঘন করায় এক উৎপাদনকারীকে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৪০০০ কেজি সেমাই জব্দ হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.