শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরের সামনে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন বক্তারা দাবি করেন, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের হাতেই থাকা উচিত, অন্য কোনো সংস্থার কাছে এটি হস্তান্তর করা হলে ভোটার তালিকা ও নাগরিক তথ্য সুরক্ষা ঝুঁকির মুখে পড়বে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ধরে তাঁদের দাবি তুলে ধরেন। তাঁদের দাবি, “ভোটার তালিকার বই (ডাটাবেস) নির্বাচন কমিশনের আওতায় থাকতে হবে”, “ইসি’র অধীনে এনআইডি চাই” ইত্যাদি।
উপজেলা নির্বাচন অফিসার মো: জহিরুল হক বলেন, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচন কমিশন গণতন্ত্র ও ভোটারদের অধিকার সংরক্ষণ করে। এ দায়িত্ব অন্য সংস্থার কাছে গেলে জনগণের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। এছাড়াও নির্বাচন অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বক্তব্য প্রদান করে তিনি।এছাড়াও স্থানীয় প্রশাসন মানববন্ধনের নিরাপত্তা নিশ্চিত করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।