× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।

১৩ মার্চ ২০২৫, ১৮:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসাইন, সুশীল সমাজের প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল খায়ের, বীরমুক্তিযোদ্ধা বয়াত রেজা ও মসলেম উদ্দিন, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান প্রমুখ। সভায় ঈদ উল ফেৎর উপলক্ষে দুরদুরান্ত থেকে গ্রামের বাড়িতে আসা-যাওয়ার প্রতিবন্ধকতা প্রতিরোধ,  মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, বনপাড়া পৌর শহরের যানজট নিরসন সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.