কুষ্টিয়ার দৌলতপুরে ৪ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মথুরাপুর বড়বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী বৃদ্ধ সাহাজুল ফকিরকে ধর্ষণ চেষ্টা অভিযোগে প্রথমে পুলিশ আটক করে পরে শুক্রবার (১৪ মার্চ ২০২৫) তারিখে ধর্ষণ চেষ্টার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিনো হয়েছে।
এজার সূত্রে জানা গেছে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড়বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (১মার্চ২০২৫) দুপুরের দিকে শিশুটি তার বাড়িতে একা থাকা অবস্থায় একই এলাকার সাহাজুল ফকির নামে ঐ বৃদ্ধ ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
পরে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে দেখে ফেলে। এ সময় সাহাজুল ফকির ঘটনাস্থল থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়। এমন ঘটনায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে বৃদ্ধ সাহাজুল ফকিরের লোকজন মারফত বিষয়টি আপস মীমাংসা করার চেষ্টা করলে শিশুটির বাবা আপস মীমাংসাতে রাজি হয় না।
পরে ঘটনাটি এলাকাব্যাপী ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুল ফকিরকে থানায় নিয়ে আসেন। পরে শিশুটির বাবা রাতেই দৌলতপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি আদালতে তার জবানবন্দিও দিয়েছে।এখন সংশ্লিষ্ট বিষয়ে আইন অনুযায়ী বিচারের মাধ্যমে তার প্রাপ্য শাস্তি নিশ্চিত করবে বিজ্ঞ আদালত।