× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে অটোরিকশা হারিয়ে নিঃস্ব আতিক, কষ্টে দিন কাটাচ্ছে তার পরিবার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

১৫ মার্চ ২০২৫, ১৭:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র রমজানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের আলীনগর এলাকার মৃত আলী হোসেনের ছেলে আতিকের জীবন জীবিকার একমাত্র সম্বল অটোরিকশাটি চুরি হওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েন আতিক ও তার পরিবার। তার উপার্জনেই চলে পরিবারের ৬ সদস্যের সংসার।

আয়ের একমাত্র সম্বলটি গত ৯ মার্চ উপজেলার সদরের উচালিয়াপাড়া এলাকায় সড়কের পাশ থেকে অটোরিকশাটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে রিকশাটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন আতিক। আয়ের একমাত্র সম্বল হারিয়ে পরিবার নিয়ে না খেয়ে কোনরকম দিন কাটাচ্ছে।

এ বিষয়ে আটোরিকশা চালক আতিক জানান, কিস্তিতে টাকা তুলে অটোরিকশাটি কিনে চালাতেন। চুরি হওয়ার পর থেকে কিস্তির টাকার জন্য এনজিও কর্মীরা আসার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকি। রিকশাটি আমার সম্পদ, রিক্সাটি দিয়ে আমি ৬ জন মানুষকে খাওয়াই। এখন ঈদের বাজার আমি অনেক কষ্টের মধ্যে আছি। 

একদিন খাইলে আরেকদিন খেতে পারি না। আপনারা জানেন আমি বিদেশ করে মাইর খেয়েছি। আমার দুঃখ প্রকাশ করার মত ভাষা নাই। অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। আমার বাচ্চা বলতেছে বাবা মজা নিয়ে এসো, কিন্তু আমি কোথায় থেকে মজা আনব। আপনারা যদি পারেন আমাকে সহযোগিতা করবেন। আপনাদের মাধ্যমে যদি আমি আবার রিক্সা চালাতে পারি আপনাদের যদি হাসি খুশি রাখতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন। 

স্থানীয় সমাজকর্মী রওশন আলী বলেন, আতিক পেশায় রিক্সা চালক। তার পরিবারে স্ত্রী ও চার সন্তান এবং বৃদ্ধ মা'কে নিয়ে সে পড়েছে বিপাকে! অটোরিক্সাটি চুরি হবার পর থেকে তার আয়-উপার্জন একেবারে বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় পরিবারের ভরনপোষণ করতে সে হিমশিম খাচ্ছে। কোনোরকমে ধারদেনা করে এখন চলছে। কিন্তু এভাবে আর কতোদিন চলবে এটা এক বিরাট প্রশ্ন? 

এলাকাবাসী ও এলাকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইলো আসুন আমরা যারা এই পবিত্র রমজান মাসে যাকাত দিবো সেই যাকাতের টাকা থেকে কিছু টাকা এই হতভাগা রিক্সা চালক ভাইটাকে দান করে তাকে একটা নতুন রিক্সা কিনে দিবার ব্যবস্থা করি। এতে সে তার পরিবারকে নিয়ে আবারো সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। তাই আমরা কি আমাদের ক্ষুদ্র ্সামর্থ্য দিয়ে তার এই দুঃসময়ে তার পাশে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে পারিনা? 

আরেকজন সজল বলেন, আতিকের পরিবার নিয়ে চলার একমাত্র সম্বল ছিল অটোরিকশাটি, আর সেই অটোরিকশাটি চুরি হয়ে গেছে, নিজের একমাত্র সম্বল ও পরিবারের আয়ের একমাত্র উৎস অটোরিক্সাটি চুরি হইয়ে যাওয়ায় আতিক পাগলের মত এদিক ওদিক ঘুরছে৷  জীবিকার একমাত্র উৎস অটো রিক্সাটি হারিয়ে পাগল প্রায় ৷ আতিক রে আমরা সবাই মিলে আবারও একটি অটোরিকশা উপহার দিতে চাই।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান বলেন, বিষয়টি আমাদের জানা নেই এবং কোন অভিযোগ পায়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.