× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মরণঘাতী ক্যান্সার থেকে বাঁচতে চায় কিশোর মঞ্জু

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

১৬ মার্চ ২০২৫, ১৪:৪৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মরণঘাতী ক্যান্সার থেকে বাঁচতে চায় কিশোর মঞ্জু মিয়া (১৬)। সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ী গ্রামের চাঁন মিয়ার ছেলে। তার বাবা একজন দিনমজুর জানা গেছে ৷  ছেলেটার বাবা চাঁন মিয়া গাছ কাটার কাজ করে এবং সেও বিভিন্ন ধরনের কাজকর্ম করে বাবার আর্থিক সাহায্য করে থাকে। এতে তাদের ৬ জনের সংসার চলতো না বিধায় তার মা বিড়ি বাধাইয়ের কাজ করে সংসারে সাহায্য করতেন কিন্তু ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকে তার মা আর বিড়ি বাধাইয়ের কাজ করতে পারে না। বাবা যা পায় তাই দিয়ে কোন রকমে দিন চলে তাদের।

মঞ্জু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করতো। কিন্তু সে আর বেশি দিন কাজকর্ম করে বাবাকে সাহায্য করতে পারে না। তার পেটে (নাভির নিচে) একটা টিউমার ধরা পড়ে। অনেক কষ্টে ধার দেনা করে টাকা জোগাড় করে টাঙ্গাইলে গিয়ে অপারেশন করায়। কিন্তু অপারেশন করানো হলেও সেটি ভালো না হয়ে তার শরীরে মরণঘাতী ক্যান্সার বাসা বাঁধে।

তার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করাতে না পারলে বাঁচানো সম্ভব হবে না। এতে তার অপারেশনের জন্য (প্রায় ৩/৪ লক্ষ) টাকার প্রয়োজন। যা তার অস্বচ্ছল ও দারিদ্র্য পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এজন্য ছেলের চিকিৎসা চালিয়ে নিতে ও মরণঘাতী ক্যান্সারের হাত থেকে তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে মানবিক আবেদন জানিয়েছেন মঞ্জুর অসহায় বাবা-মা।

কিশোর মঞ্জু মিয়া জানায়, আমি মরণঘাতী ক্যান্সারের হাত থেকে বাঁচতে চাই। সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে চাই। এজন্য আমি সকল সামর্থ্যবানদের কাছ থেকে আর্থিক সাহায্য কামনা করছি। আপনাদের একটু আর্থিক সহায়তা ও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি আবার সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনাদের অল্পকিছু সাহায্যই হতে পারে আমার জীবনের আলো।

সাহায্যের জন্য যোগাযোগ। বিকাশ পার্সোনাল- কোরবান আলী তালুকদার -০১৭২২৮৭৯৫৯১, নগদ , বিকাশ- সাইফুল ইসলাম ০১৭১৩৬৩৯৮৭৯।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.