× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তি করণ সভা অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

১৬ মার্চ ২০২৫, ১৪:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নাগরিক প্লাটফর্ম যুব এবং সম্ভাবনাময়ী স্টেক হোল্ডারদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকালের দিকে  মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত তৃণমূল উন্নয়ন সংস্থা (আস্থা) প্রকল্পের আওতায়, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমার সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন আস্থা প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা আহবায়ক জাহানারা আক্তার। 

প্রধান অতিথি হিসেবে আস্থা প্রকল্পের নাগরিক কমিটির সদস্য ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রন্জিত ত্রিপুরা বক্তব্য দেন। এছাড়াও আস্থা প্রকল্পেের যুগ্ন আহবায়ক ডলি ত্রিপুরা, সদস্য উম্রাসিং মারমা প্রমুখ বক্তব্য দেন। 

হুইসেল ব্লোয়িং এর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা, সাম্প্রদায়িকতা, নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা এবং দুর্নীতির ঘটনাকে মোকাবেলা করে জনগণের অধিকার রক্ষা করা একই সাথে হুইসেল ব্লোয়িং দ্বারা সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 


আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা বলেন, ইয়ুথ গ্রুপ সদস্যরা নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে তাছাড়া 

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংসা সমাজ গঠনে ইয়ুথ গ্রুপের সদস্যরা আস্থা অর্জনের লক্ষ্যে যুবদের ঐক্যবদ্ধ করতে সারা দেশের ন্যায় মাটিরাঙ্গায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে  আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.