× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কে তৎপর মানিকগঞ্জ জেলা পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি ।

১৬ মার্চ ২০২৫, ১৫:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আসন্ন রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে মানিকগঞ্জ জেলা পুলিশ। চুরি, ছিনতাই ও মলম পার্টির দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

রবিবার সকাল ১০ টায় মানিকগঞ্জের বারবাড়িয়া এলাকা থেকে পাটুরিয়া পর্যন্ত বিভিন্ন এলাকায় পথসভা করেছেন। সাধারন যাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রমিকদের উদ্দেশ্যে বলেন ঈদ উপলক্ষে অজ্ঞান পার্টি, মলম পার্টির উৎপাত বেড়ে যায়। পুলিশের পাশাপাশি জনগনকে সচেতন হতে হবে। যে কোন ঘটনায় তাৎক্ষণিক পুলিশকে জানাতে বলেন। মানিকগঞ্জ জেলা পুলিশ হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। যানজট এড়িয়ে নির্বিঘ্নে বাড়ী ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

সাটুরিয়ায় গোলড়া বাস স্ট্যান্ডে বক্তব্য দেয়ার সময় উপস্থিত ছিলেন,  সুজন সরকার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস, ইমতিয়াজ মাহবুব অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি,মো. সালাউদ্দিন পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম , গোলড়া হাইওয়ে থানার ওসি জাকারিয়া, সাটুরিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন জয়, শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সচরাচর ঈদ উপলক্ষে মহাসড়কে চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বেড়ে যায়। অসচেতনতার কারণে যাত্রীরা মোবাইল, টাকা-পয়সা হারানোর শিকার হন।

পুলিশ সুপার জানান, যেকোনো সন্দেহজনক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশের হেল্পলাইন বা নিকটস্থ থানায় জানাতে হবে। এছাড়া যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.