জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মো: আ: খালেককে ছাড়তে রাজি না হওয়ায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জকে মো: সাইফুল্লাহ সাইফকে বদলীর হুমকি দিয়ছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন । রবিবার (১৬ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে ।
ওসিকে বদলীর হুমকির বিষয়টি জানাজানি হলে ইসলামপুরে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অতি দ্রুতই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান স্থানীয়রা। এদিকে গ্রেফতারকৃত আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতারের পর রবিবার সকালেই আদালতে প্রেরণ করেছে ইসলামপুর থানা পুলিশ । গ্রেফতারকৃত আব্দুল খালেক বেনুয়ারচর মধ্যপাড়া এলাকার মরহুম আবেদ আলীর ছেলে।
জানা যায়, গত ১১ তারিখে বেনুয়ার চর এলাকায় মারামারি হয় হলে একই এলাকার মিষ্টার বাদী হয়ে চর পুটিমারী উত্তর শাখার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: আনিছুর রহমানকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ৷ মামলায় ১১ নাম্বার আসামী ছিলেন চর পুটিমারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য আব্দুল খালেক । তার বিরুদ্ধে থানায় মামলা থাকায় রবিবার রাত ২ টায় চরপুটিমারি বেনুয়ারচর এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন তাকে ছাড়াতে রাতভর বিভিন্ন ভাবে তদবীর শুরু করে।
এ বিষয়ে যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন জানান, আব্দুল খালেক কোন রাজনীতি করে না। তার কোন পদ পদবী নাই। ওনি সাধারণ মানুষ। তার ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। এই দেশটা চলতাছে মিথ্যার উপরে। মানুষের যদি মৃত্যুর ভয় থাকত, যদি মরণের কথা চিন্তা করত। তিনি আরো জানান, মনগড়া মুখ দিয়ে যা আসে আমরা তাই চালাই দেই। আপনারা গিয়ে দেখে আসুন, তিনি সাধারণ মানুষের কাছে জানুন তিনি কখনো রাজনীতি করেছে কিনা। এই ভাবে একজন মানুষকে হেনস্থা করা আল্লাহ সহ্য করব না।
এদিকে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল্লাহ সাইফ জানান, মো: আ: খালেকের বিরুদ্ধে থানায় মারামারির মামলা থাকায় তাই তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে আমার কাছে একটি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির কাগজ এসেছে সেখানে আব্দুল ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির ৪৭ নাম্বার সম্মানিত সদস্য হিসেবে রয়েছে ৷ তিনি আরো জানান, গ্রেফতার করার সাথে সাথে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন সাহেব তদবীর শুরু করে। মামলা থাকায় আসামী ছাড়তে আমি রাজি না হওয়ায় আমাকে বদলীর হুমকিও দিয়েছে। হুমকি দিয়ে কি বলেছে জানতে চাইলে তিনি আরো জানান,স্বরাষ্ট্র সচিব স্যারের ওখানে গিয়ে আমাকে ২৪ ঘন্টার মধ্যে বদলী করে দিবে।