× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরগুনায় ২৬ জনের ২৬ কিমি স্বাধীনতা সাইকেল রাইড

বরগুনা প্রতিনিধি

২৬ মার্চ ২০২২, ০৯:২২ এএম

বরগুনা সাইক্লিং কমিউনিটি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বরগুনা সাইক্লিং কমিউনিটির উদ্যোগে আজ শনিবার (২৬ মার্চ) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব থেকে ২৬ জন সাইক্লিস্টের অংশগ্রহণে ২৬ কিলোমিটার স্বাধীনতা সাইকেল রাইড অনুষ্ঠিত হয়।

সাইক্লিস্টরা বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে চালিতাতলী ঘুরে বরগুনা সার্কিট হাউজে এসে সমাপ্তি করে।

স্বাধীনতা সাইকেল রাইডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সে সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাচানুর রহমান ঝন্টু,বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাফর হোসেন হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম টিটু, বরগুনা প্রেসক্লাবের সদস্য মো. শাহ আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিসিসির সাধারণ সম্পাদক আবিদ হাসানের নেতৃত্বে সাইকেল রাইডে অংশগ্রহণ করেন স্বপ্নীল, বাপন, ইলহাম, সুপ্তি, অর্পিতা, মীম, স্বাধীন, কল্প, আলিফ, আব্দুর রহমান, আমিনুল, তামিম, রাতুল, সাদেক, সাগর, রায়হান, রাজিব, রুবায়েত, রাইহান, রুপম, আবু বকর, ফারদিন, সাজ্জাদ, মাশরাফি, রোহান, সাফওয়াল।

বরগুনা সাইক্লিং কমিউনিটির সিনিয়র সহসভাপতি এহসান আহমাদ নোমান বলেন, বরগুনায় এরকম ব্যতিক্রমী আয়োজন করার মাধ্যমে বিভিন্ন দিবসের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও সাইক্লিংয়ের প্রতি অনুরাগ সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করছি।

এ সময়  বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বরগুনা সাইক্লিং কমিউনিটি কর্তৃক ২৬ মার্চ ২৬ জনের ২৬ কিমি. সাইকেল রাইড আয়োজনের মাধ্যমে যুবসমাজের মধ্যে সাইক্লিংয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং মাদকসহ নানা অপরাধ কর্মকাণ্ড থেকে যুবসমাজ বিরত থাকবে।

উল্লেখ্য, সকাল ৭ টায় বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্যরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.