× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

১৬ মার্চ ২০২৫, ১৬:৩২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রামপালে বিএনপি -জামায়াত নেতাদের বিরুদ্ধে কতিপয় ব্যাক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে নেতৃবৃন্দ। রবিবার (১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলার গৌরম্ভা সরকারী রাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন গৌরম্ভা ইউনিয় বিএনপির সিনিয়র সহসভাপতি মুজিবর রহমান জোয়ার্দার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সরদার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহাফুজ আকুঞ্জী, ইউনিয় জামায়াতের অফিস সেক্রেটারি আবু মুসা আকুঞ্জী প্রমুখ। বক্তারা বলে সরকারিভাবে দুস্তদের ভিজিডির ১০ কেজি চালের কার্ড বিতরণে যে অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্যি নয়। ২ নং ওয়ার্ড সদস্য জামায়াত নেতা মুসা আকুঞ্জী বলেন, সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমি কার্ড বিতরণ করেছি। কোন অনিয়ম হয়নি। কিছু লোক সুনাম নষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। ঘাপ্টি মেরে থাকা আওয়ামী লীগের দোসর আমীরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরফা মন গড়া ও শালীনতা বিবর্জিত পোষ্ট দেয়। এটার বিষয়ে আমরা আইনি ব্যাবস্থা গ্রহন করবো। 

আমিরুল ইসলামের ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে ও তার ফোন নম্বরে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরম্ভা ইউপি'র দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শরীফুল ইসলাম জানান, আমরা যাচাই বাছাই করেই প্রকৃত দুস্তদের কার্ড দিয়েছি। কোন প্রকার অনিয়ম করা হয়। সমাবেশে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.