× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুটেক্সের ভর্তি পরীক্ষার ফলা প্রকাশ

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি।

১৬ মার্চ ২০২৫, ১৬:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৬.৫ শতাংশ।

ভর্তি পরীক্ষায় মেধাতালিকার শীর্ষস্থান অর্জন করেছেন আনিকা মুন। তার রোল নম্বর ০০৭২৯১। দ্বিতীয় স্থান অর্জন করেছেন হোসেইন শাহরিয়ার মাহি, যার রোল নম্বর ০০৯২৩১। তৃতীয় স্থান অধিকার করেছেন তাকিয়া তাসনিম, তার রোল নম্বর ০০৮৫১৪।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে এবার মোট ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে। এছাড়া, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.