× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সনাকের মানববন্ধন

লায়ন কুড়িগ্রাম প্রতিনিধি।

১৬ মার্চ ২০২৫, ১৬:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা: বিচার চাই এখনই” এই দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। সম্প্রতি দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণের মতো অনাকাঙ্খিত ঘটনাগুলোর বিচার নিশ্চিতের দাবিতে রবিবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

টিআইবি‘র এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সদস্য একেএম সামিউল হক। এ সময় সংহতি প্রকাশপূর্বক বক্তব্য প্রদান করেন ইয়েস সদস্য ইলমুন জাহান, নাজমুল হোসেন, ইয়েস দলনেতা সাগর মিয়া, এসিজি সদস্য মো: রশিদ আলী, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি নাসরিন রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা এএফএডি এর তানজিন আরা, সনাক সদস্য ফজলে এলাহী স্বপন প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। যেকোন ধরনের নারী ও শিশু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তির দ্ররুত তাৎক্ষণিক বিচারের দাবী জানান তারা ।

মানববন্ধনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নে সনাক, ইয়েস, এসিজি ও টিআইবি’র পক্ষ থেকে ১১ দফা দাবী উত্থাপন করেন ইয়েস দলনেতা সাগর মিয়া ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.