× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরপিএমপির পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৬ মার্চ ২০২৫, ১৭:২৩ পিএম

ছবিঃ সংগ্রহীত।

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) হাবিবুর রহমান।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করতে আসা পলাশ হাসান নামে এক বাদীকে মারধর ও কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে গুলি করতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল কোতোয়ালি থানায় থেকে লংকাকাণ্ড ঘটেছে। পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে বাদীকে মারধর এবং কনেস্টবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করার চেষ্টা এবং একজন পরিদর্শক পদবির কর্মকর্তার ওপর হাত তোলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো থানাজুড়ে পুলিশের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের হেডকোর্য়াটার্সে প্রতিবেদনও জমা পড়ে।

এর আগে রংপুরে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে জাহাজ কোম্পানি মোড়ে হামলায় গুরুতর আহত রংপুরের জিয়া মঞ্চের নেতা লুসার আহমেদ ব্যবসায়ী অমিত বণিককে আসামি করে মামলা করলে শিবলী কায়সার নিজে থানায় উপস্থিত হয়ে তার নাম কেটে দেন। এ সময় একজন বিএনপি নেতা নাম কাটার বিরোধিতা করলে উল্টো ওই নেতাকেই মামলা দিয়ে জেলে ঢুকানোর জন্য ওসিকেও নির্দেশ দিয়েছিলেন তিনি।

এদিকে অভিযুক্ত শিবলী কায়সারের বদলির বিষয়টি অন্যদিকে প্রভাবিত করতে তার ইতিবাচক দিক তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের একটি পক্ষ স্ট্যাটাস দেন। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। অবশেষে শনিবার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

শিবলী কায়সারের বিরুদ্ধে রাঙ্গামাটির সার্কেল এসপি থাকাকালীন সেই সময়কার পুলিশ সুপারকে থাপ্পড় মারার অভিযোগে বিভাগীয় প্রসেডিং হয়েছিল। এছাড়াও একজন ডিআইজির সাথেও অপেশাদার আচরণের কারণে প্রসেডিং হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সু-সম্পর্কের জেরে ওই দুটি প্রসেডিং উৎরাতেও সক্ষম হন তিনি এবং বিষয়টি জোড় গলায় বলে বেড়ান।

সূত্র আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব মামলা হয়েছিল বিএনপি-জামায়াত এবং শিক্ষার্থীদের নামে। ৫ আগস্টের পর সেই মামলাগুলো পুলিশ হেডকোরয়ার্টার্স থেকে ফাইনাল রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেও ওই কর্মকর্তা তা না দিয়ে কালক্ষেপণ করেন। সেই সময়কার ঊর্ধ্বতন কর্মকর্তারা বার বার তাকে চূড়ান্ত প্রতিবেদন দিতে বললেও শিবলী কায়সার তাদের সাথে অপেশাদার আচরণ করেন। এসব বিষয়গুলোও তদন্ত করা হচ্ছে বলে পুলিশের হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে।

এ ব্যপারে আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান জানান, থানায় বাদীকে মারধর, গুলির চেষ্টার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে। আজ শনিবার তাকে রংপুর থেকে প্রত্যাহার করে হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.