× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরের ১৯ মামলার আসামি মনেক ডাকাত আটক!

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি।

১৬ মার্চ ২০২৫, ১৭:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের ‘মোস্ট ওয়ানটেড’ ১৯ মামলার আসামি, মন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড়িকান্দি মাজার এলাকা থেকে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান রাতে নাগরিক ভাবনা ’র কাছে এ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার পশ্চিমাঞ্চলে বসবাসরত লাখো মানুষের কাছে ‘মূর্তিমান আতঙ্ক’ খ্যাত মনেক ডাকাত আবারও গ্রেপ্তার হয়েছেন, এমন খবরে একদিকে যেমন স্বস্তি বিরাজ করছে। তেমনি সে (মনেক) অতীতের মতো যেকোনো সময় আবারও জামিনে বের হয়ে এসে এলাকায় পুনরায় ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে, এরকম চরম আতঙ্কেও ভুগছেন পশ্চিমাঞ্চলবাসী। 

এলাকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রাতে নাগরিক ভাবনা কে বলেন, ‘যখন যে সরকার আসে, সেই সরকারের প্রভাবশালীদের সঙ্গে মনেকের উঠাবসা থাকে। তাই বারবার গ্রেপ্তার হলেও মনেক ডাকাতকে বেশিদিন জেলে থাকতে হয় না। দ্রুতই তার জামিন হয়ে যায়।’তবে নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘সম্প্রতি একটি বিয়ে বাড়িতে সংঘটিত সন্ত্রাসী হামলায় বাবা-ছেলেসহ ৪ জন গুলিবিদ্ধের ঘটনার মামলায় ‘মূল নায়ক’ হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার চালান দেওয়া হবে। আশা করছি, এবার সহসা জেল থেকে সে ছাড়া পাবে না।’ এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী তার গ্রেপ্তারের পর শনিবার রাতে নাগরিক ভাবনার এ প্রতিবেদককে জানান, প্রায় দেড় মাস আগে গত ৩ ফেব্রুয়ারি বড়িকান্দিতে জনৈক অলি মিয়ার বাড়িতে তার ছেলের বিয়ে চলাকালে পার্শ্ববর্তী নূরজাহানপুরের বাসিন্দা, এলাকার কুখ্যাত মনেক ডাকাতের নেতৃত্বে সন্ত্রাসীরা আচমকা সশস্ত্র এক হামলা চালায়।

পরপর কয়েক দফার ওই নারকীয় হামলায় বিয়ে বাড়ি লন্ডভন্ড হওয়াসহ বাড়ির বাবা-ছেলেসহ চারজন গুলিবিদ্ধ হয়। এরপর মনেকসহ ১০/১২ জনের নামে নবীনগর থানায় বাদি হয়ে মামলা করেন অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগম। 

এলাকাবাসীর অভিযোগ, দুঃখজনক হলেও সত্য, ওই মামলার পরও মনেক ডাকাত গত দেড় মাস প্রকাশ্যেই এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়েছে। এসময় মনেক ও তার সশস্ত্র বাহিনীর ভয়ে লোকজন থাকতো সর্বক্ষণ চরম আতঙ্কে। তবে নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক এলাকাবাসীর এমন অভিযোগ অস্বীকার করে নাগরিক ভাবনা কে বলেন, ‘বিয়ে বাড়িতে মনেক বাহিনীর তাণ্ডবের পর মনেক ও তার পুরো বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল।

এরপরও পুলিশ ওই গ্রামে এলাকাবাসীর নিরাপত্তার জন্য সেসময় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছিল।’ তবে ওসি আবদুর রাজ্জাক জানান, চুরি, ডাকাতি, মাদক, হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯ মামলার ‘মোস্ট ওয়ানটেড’ আসামি এই মনেক ডাকাত। পুলিশ বারবার অভিযান চালিয়েও তাকে এতদিন খুঁজে পায়নি। অবশেষে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে তাকে শনিবার গ্রেপ্তার করা হলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.