× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাখির নিরাপদ আশ্রয়ে ঝিনাইগাতীতে গাছে গাছে মাটির হাঁড়ি

আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ।

১৬ মার্চ ২০২৫, ১৭:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝিনাইগাতী উপজেলা কমপ্লেক্স উদ্যানে ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক গাছে পাখির নিরাপদ আশ্রয় তৈরি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পাখির নিরাপদ আশ্রয়ে ঝিনাইগাতীতে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার সকালে ‘বিউটি অফ ঝিনাইগাতী’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক গাছে এই নিরাপদ আশ্রয় তৈরি করে দেয় সংগঠনের কর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ আল-আমিন, ঝিনাইগাতী অফিসার ইনচার্জ। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক ও নলকুড়া ইউনিয়ন চেয়ারম্যান রোকনুজ্জামান। সভাপতি হিসাবে ছিলেন ডাঃ এ. টি. এম. ফয়জুর রাজ্জাক আনন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। সার্বিক সহযোগিতা করেছেন লুৎফর রহমান লাইজু, সংগঠক, বৈষম্য ছাত্র আন্দোলন, ময়মনসিংহ ও সাংবাদিকবৃন্দ।

‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. পারভেজ মোশারফ। তিনি জানান, বইপাঠ কার্যক্রমের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষায় প্রতিবছর সংগঠনের উদ্যোগে এলাকায় বৃক্ষরোপণ করা হয়। পাখিদের জন্য স্থাপন করা এই মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে সহায়ক ভূমিকা পালন করবে। এই কার্যক্রম ধীরে ধীরে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে; যা পাখিপ্রেমীদের উৎসাহিত করবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.