ছবিঃ সংগৃহীত।
পরিবারের সদস্য নিয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছেন দরিদ্র কৃষক আব্দুল মকিছ। পরিবার নিয়ে প্রাণ রক্ষায় এখন রয়েছেন আত্মগোপনে। এছাড়াও রাজনৈতিক তকমা লাগিয়ে নানা অপপ্রচার আর হয়রানীর শিকারও তিনি। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকসের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব মাতারকাপন এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে কৃষক আব্দুল মকিছের। তিনি মতিন বকসের ভয়ে প্রায় তিন মাস ধরে ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন। এনিয়ে পরিবারের সদস্যরাও চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন।
পরদিন সন্ধ্যায় আসামিরা আবারও বাড়িতে গিয়ে পুনরায় আব্দুল মকিছের স্ত্রীকে ছুরি ও লোহার পাইপ দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। ঘটনার খবর পেয়ে আব্দুল মকিছ বাড়িতে এসে স্ত্রীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। থানায় দায়ের করা অভিযোগ আব্দুল মকিছ উল্লেখ করেন ভাইদের পক্ষ নিয়ে মতিন বকস জমি দখলে নেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ ভয়ভীতি দেখাতে থাকেন।
এবিষয়ে স্থানীয় লোকজনদেরকে জানালে মতিন বকস তার লোকজন দিয়ে মকিছ ও তার পরিবারের লোকজনদেরকে মারধর করেন। স্ত্রীর মাথায় আঘাত করে প্রাণে হত্যার হুমকি দেন।
এবিষয়ে কৃষক আব্দুল মকিছ মুঠোফোনে জানান তিনি নিজের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাদের বিরোধপূর্ণ জমিজমার সবকিছুর সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা মতিন বকস তার ভাইদের ভুলবুঝিয়ে তার পেছনে লেগেছেন। সহায় সম্পদ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন। তাকে ও পরিবারকে প্রাণে হত্যার চেষ্ঠায় লিপ্ত রয়েছেন। তিনি এখন যে কোনো কৌশলে ভাইদের সহায়ক হয়ে আমাদের সম্পত্তি দখলে নিতে চান। কান্নাজড়িত কন্ঠে বলেন আমি গরীব মানুষ আমার ছোট ৩ টা বাচ্চা নিয়ে কৃষি কাজের মাধ্যমে খেয়ে না খেয়ে কোনো রকম জীবন যাপন করছি। তিনি মতিন বকসের ভয়ে এলাকায় অনেকেই কথা বলতে সাহস পায়না। তিনি সবসময় বিচার শালিসে আর্থিক সুবিধা নিয়ে জোর করে তার রায় বাস্তবায়ন করাতে চান। তিনি বলেন গেল ৫ আগষ্টের পর তিনি আগের মতো বেপরোয়া হয়ে উঠেছেন। তার দাপঠের কাছে সবাই অসহায়। তার মতের অবাধ্য হলে বা প্রতিবাদ করলেই রাজনৈতিক তকমা দিয়ে মামলা হামলার নানা ভয়ভীতি দেখাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh