× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

শাহাদাত হোসেন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।

১৭ মার্চ ২০২৫, ১৪:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে (২১) ধর্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহকে (৫৫) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। রবিবার (১৬মার্চ) দুপুরে গ্রেপ্তার হওয়া আহসান উল্যাহকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় পত্রবধূ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত করেন। এই ঘটনা ঘটে গত শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলায় চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অলি মাঝি বাড়ি কেটিএম হাট এলাকায়। 

অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী দুবাই থাকেন। এটাকে সুযোগ হিসেবে নিয়ে দীর্ঘদিন ধরে পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন শ্বশুর আহসান উল্যাহ। গত শুক্রবার রাতে ওই গৃহবধূ তার শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে কৌঁশলে দরজা খুলে মুখ চেপে ধরে ধর্ষণ করে বের হয়ে যান আহসান। ঘটনার পর ওই গৃহবধূ তার স্বামী, শাশুড়ি ও মাকে ঘটনা খুলে বলেন এবং সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, ‘গৃহবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে শশুর আহসান উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারের পর তাকে নোয়াখালীর বিচারিক আদালতে উঠানো হয়, বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.