× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে সেই বরখাস্তকৃত পুলিশ সুপারকে জামিন না মন্জুর করেছে আদালত

নাটোর প্রতিনিধি।

১৭ মার্চ ২০২৫, ১৫:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরে স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় নাটোরের আলোচিত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হককে আদালতে হাজির করা হয়েছে।  এসময় আইনজীবী তার জামিনের আবেদন না করায় পুনরায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তবে আগামী দু'মাস পর পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ গঠণের জন্য নির্দেশ দিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক কে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এসময় আসামী পক্ষের আইনজীবী আদালতে জামিন শুনানীর জন্য আবেদন না করায় তাকে আবারও জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় আসামী পক্ষ জামিন শুনানীর জন্য হাইকোর্টে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করলেও আগামী দু'মাস পর বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠণের জন্য নির্দেশ দিয়েছে আদালত।  

এরআগে গত ১১মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসময় নাটোরের গণমাধ্যম কর্মীরা ফুটেজ নিতে গেলে পুলিশ সুপার এস এম ফজলুল হক এখন টিভির ক্যামেরার সহ বেশে কয়েকটি গণমাধ্যমের ক্যামেরার ওপর হামলা করেন তিনি। এতে হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমলোচানার সৃষ্টি হয়।  এই ঘটনায় ওই দিনই নাটোরের স্থানীয় সাংবাদিক কাউছার হাবীবব বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপার এসএম ফজলুল হককে আসামী করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.