× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে যুবদল নেতার পায়ের রগ কর্তনের বিচারের দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি ।

১৭ মার্চ ২০২৫, ১৭:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাগেরহাট পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সর্দার জসিম উদ্দিন এর উপর হামলা চালিয়ে দু' পায়ের রগ কর্তন করে দিয়েছে শহরের আজিম ভূঁইয়া ও তার লোকজন। পূর্ব শত্রুতার জেরে গত বুধবার রাতে শহরের বাসাবাটি এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করলে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। আজিম ভূঁইয়া বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম তানু ভুইয়া এবং জেলা শ্রমিক দল নেতা আবুল কাশেম সেলিম ভূঁইয়ার আপন ভাই। জসিম সরদার বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আটটার দিকে বাসাবাটি এলাকার বগা ক্লিনিকের সামনে জসিম সরদার আজিম খান নামক জনৈক ব্যক্তিকে মারপিটের কারণ আজিম ভুঁইয়ার কাছে জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জসিম সরদার এর উপর আতর্কিত হামলা চালায় তারা। প্রাণে বাঁচতে স্থানীয় মজিদ কসাই এর বাড়িতে আশ্রয় নেয় জসিম। তখন ওই বাড়ির দরজা ভেঙ্গে জসিমকে বের করে বেধড়ক মারপিট ও গুরুতর যখম করে আজিম ভূঁইয়া ও তার লোকজন।

এ ঘটনায় ১৫ মার্চ আহতের ভাই মোঃ শামসুর রহমান বাদী হয়ে সেলিম ভূইয়াকে প্রধান আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, আজিম ভূঁইয়া ওরফে কানা আজিম, মাসুক শেখ, সেলিম ভূঁইয়ার ছেলে মোঃ সাবিদ ভূঁইয়া, নিমাই সরকার, ইসমাইল মিনা, রফিক, গণেশ গোসাই, কাজী মারুফ, রানা শেখ, সোহাগ, জাবের শেখসহ আরো ৯-১০ জন। তবে এই মামলায় এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগনের ব্যানারে বাগেরহাট পৌর যুবদলের সাবেক আহবায়ক সরদার জসিম উদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, আহত সরদার জসিম উদ্দিনের চাচা প্রফেসর আ: মালেক, ভাই সামসুর রহমান ,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ইভা আকতার, সাবেক জেলা যুবদল নেতা এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, শেখ ওমর আলী মুন্নাসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কিছুদিন যাবত শ্রমিক দল নেতা সেলিম ভুইয়ার ভাই আজিম ভুইয়া ওরফে কানা আজিম ও তার লোকজন শহরের নাগের বাজার এলাকায় পৌর যুবদলের সাবেক আহবায়ক সরদার জসিম উদ্দিনের ভাগ্নেকে মারধর করে। এর কয়েকদিন পর জসীমের কাছে দুই লক্ষ টাকা চাদা দাবী করে তারা। দাবীকৃত চাদাঁ না পাওয়ায় সরদার জসিমের উপর অর্তকিত হামলা চালায় আজিম ভূঁইয়া ও তার লোকজন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.