চাঁদপুরের মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে ৷ আজ (১৭ মার্চ) সকালে উপজেলার জহিরাবাদ ইউনিয়ন প্রাঙ্গনে ৮৪১ জন ঝেলে পরিবারের মাঝে ৩০ দশমিক ৬৪ মেট্রিকটন চাউল বিতরণ করা হয় ৷
এসময় উপস্থিত ছিলেন,উপজেলার একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার মো: সাইফুল ইসলাম, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসাইন,
জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম হোসেন মিজি ,ইউপি সদস্য মো: মানিক মিয়া,মোহাম্মদ হোসাইন, মোশারফ হোসেন,মো: কাজল মিয়া,জহিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মো: মনির হোসেন খান, রুহুল আমিন প্রধান,জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজাদ সরকার,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে ট্যাগ অফিসার মো: সাইফুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন সরকারের নির্দেশনা মেনে ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা নিধন থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহববান জানান ৷