কক্সবাজার শহরের পাহাড়তলির চাঞ্চল্যকর টমটম চালক মুজিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা ও তার অপর সহযোগী দুই ভাইকে হত্যার আলামত এবং অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত'রা হলেন শহরের ইসলামপুর এলাকার হোছনের ছেলে মোস্তফা প্রকাশ শাওন (২২), আনোয়ার হোসেন (৩৩), সৈয়দ হোসেন(১৯)।
রোববার (১৬ মার্চ) এ ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা এলাকা ও টেকনাফ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হোন র্যাব-১৫। সোমবার (১৭ মার্চ) দুপুরে র্যাব-১৫ কক্সবাজারের প্রধান কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামের এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মুজিবুর স্থানীয় হালিমাপাড়া এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
এ ঘটনা পুরো এলাকা জুড়ে উত্তেজনা ও চাঞ্চল্যকর সৃষ্টি হলে ঘটনার পরপরই অভিযানে নেমে র্যাব-১৫। রাতে মুজিব হত্যায় জড়িত মূলহোতা মোস্তাফা ও তার দুই সহযোগী ভাইকে সদর ও টেকনাফ এলাকা থেকে ব্যবহ্নত অস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, পাহাড়তলীর একটি ইজিবাইক গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত একটি দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার হোছনের ছেলে গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়।
এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে মোস্তফা। এতে গুরুতর জখম হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঘাতক ও তার দুই সহযোগী ভাইকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ঘটনার ২৪ ঘন্টা না ফেরাতেই গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি, তাদের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে গতরাতে এই হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার মানুষ। তারা রাতেই ঘাতকদের বাড়ি গুড়িয়ে দিয়েছে এবং সোমবার দুপুরে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এসময় তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।