× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে ঈদের কেনাকাটার সময়ে পথচারীদের চরম দুর্ভোগ

মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি ।

১৮ মার্চ ২০২৫, ১৩:৪৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র হক সাহেবের মোড় থেকে স্টেশন সড়ক এবং শহীদ মিনার  থেকে থানা সড়কের এক পাশ দিয়ে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে। ঈদ সামনে রেখে ধীরগতিতে নির্মাণ কাজ করায় পৌরবাসীসহ উপজেলার ১০ ইউনিয়নের মানুষ পৌর শহরে কেনাকাটা করতে এসে পড়ছেন চরম দুর্ভোগে। পৌরসভার প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, ‘উন্নয়ন কাজ থেমে থাকবে না, ড্রেন নির্মাণ করা হচ্ছে মানুষের উপকারে। এ কারণে তাদেরকে দুর্ভোগ মেনে নিতে হবে। 

বদরগঞ্জ পৌর সভা সূত্রে জানা গেছে, ‘হক সাবেহের মোড় থেকে রেল ষ্টেশন, পুরাতন সোনালী ব্যাংক থেকে টিএনটি অফিস, মিতা সিনেমা হল থেকে থানার চার মাথা ও শহীদ মিনার থেকে পুরাতন সোনালী ব্যাংক পর্যন্ত সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণে বিজ্ঞপ্তি প্রকাশ হয় গত বছরের ২৯ অক্টোবর। হক সাহেবের মোড় থেকে স্টেশন পর্যন্ত ৬১ লাখ ৩৭হাজার ২৪৩ টাকার ড্রেন নির্মাণ কাজ পান মেসার্স লালবাড়ি কনস্ট্রাকশনের সত্বাধীকারী লিংকন চৌধুরী।

তিনি স্থানীয় সাবেক এমপি ডিউক চৌধুরী ও সাবেক পৌর মেয়র টুটুল চৌধুরীর বড় ভাই। পুরাতন সোনালীব্যাংক থেকে টিএনটি অফিস, মিতা সিনেমাহল থেকে থানার চার মাথা ও  শহীদ মিনার থেকে পুরাতন সোনালী ব্যাংক পর্যন্ত ৮৪ লাখ টাকায় ড্রেন নির্মাণ কাজ পান ইফতি ইন্টারপ্রাইজের সত্বাধীকারী দ্বীপ সরকার। কার্যাদেশ দেওয়া হয় গত ৫ ফেব্রুয়ারি। কাজের মেয়াদ আগামী ৩০ জুন। গত সপ্তাহে তারা ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন। কাজ করা হচ্ছে ধীরগতিতে। জানা গেছে, ঠিকাদার লিংকন চৌধুরী দুই ভাইয়ের প্রভাব খাটিয়ে পৌর শহরের বেশিরভাগ কাজ একায় করতেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে ওই দুইভাইয়ের সঙ্গে তিনিও আত্মগোপনে চলে যান। তার ড্রেন নির্মাণ কাজটি কিনে নিয়ে করছেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক বাদল।
 
বদরগঞ্জ পৌর শহরের কাপড় ব্যবসায়ী অলিউর রহমান অভিযোগ করে বলেন, ‘পৌর শহরের হক সাহেবের মোড় থেকে শহীদ মিনার হয়ে থানা সড়কের প্রস্থ খুবই কম। এটি পৌর শহরের প্রাণ কেন্দ্র হওয়ায় এমনিতেই যানজট লেগে থাকে। কিন্তু ঈদ বাজারে সেখানে ড্রেন নির্মাণ কাজ শুরু করায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।’ নাম প্রকাশ না করার শর্তে এক হার্ডওয়ার ব্যবসায়ী বলেন, ‘ঈদে কেনাকাটার সময়ে দোকানের সামনে গর্ত করে মাটি স্তুপ করে রাখা হয়েছে। ঈদে ব্যবসার ধ্বস নেমেছে।’

জানা গেছে, সোমবার ও বৃহস্পতিবার হাট বার। অন্যান্য দিনের তুলনায় ৩-৪গুন মানুষের পথচারণ হয় পৌর শহরে। গতকাল পথচারি রফিকুল ইসলাম বলেন, ‘ড্রেন নির্মাণের কারণে ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে ৩০ থেকে ৪০ মিনিট। ঈদের সময়ে এমন দুর্ভোগে মানুষকে ফেলানো পৌর প্রশাসকের ঠিক হয়নি। 
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘গত বছর আওয়ামীলীগ দলীয় মেয়র টুটুল চৌধুরী হক সাহেবের মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত সরু ড্রেনটি সংস্কার করেছিলেন। সেই ড্রেন তুলে ফেলে  আবার নতুন করে সরু ড্রেন নির্মাণ করা হচ্ছে।’ তাঁর অভিযোগ, ‘অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সাধারণ মানুষের উপকারে আসুক আর না’ই আসুক পৌর কর্মকর্তাদের টাকা মেরে খাওয়া হবে।’
 গোলাম রব্বানি নামে এক সামাজিক সংগঠক অভিযোগ করে বলেন, ‘ব্যস্ততম সড়কে এ অপরিকল্পিত ড্রেন সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না।’   
 নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মকর্তা বলেন, ‘ওই ড্রেন নির্মাণ করতে ১৫দিনের বেশি সময় লাগবে না। কার্যাদেশ গত ৫ ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। কিন্তু আগামী ৩০জুন পর্যন্ত কাজের মেয়াদ আছে।’ তিনি বলেন, ঠিকাদারকে শুরুতে কাজটি করতে বলা হয়েছিল। ওই সময়ে নাকি তাদের হাতে টাকা ছিল না। ঈদের সময়ে কাজ শুরু করায় সাধারণ মানুষের অনেক কথা হজম করতে হচ্ছে আমাদেরকে।
হক সাহেবের মোড় থেকে স্টেশন পর্যন্ত ড্রেন নির্মাণ কাজটি আওয়ামীলীগ নেতার ভাইয়ের কাছ থেকে কিনে নেওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাদল এ প্রতিবেদককে বলেন, ‘মুল ঠিকাদারের কাছ থেকে কাজ কিনে নিয়ে করছি। শহরের মধ্যে মানুষের চলাচলের কারণে কাজ দ্রুতগতিতে হচ্ছে না। আরও সময় লাগবে। উন্নয়নের স্বার্থে দুর্ভোগ মেনে নিতে হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজের একটা মেয়াদ আছে। আমরা আমাদের সুযোগ মত করছি।’ ঠিক একই কথা বলেন অপর ঠিকাদার দ্বীপ সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ‘দু’দিন আগে ড্রেনের পাশে মাটি স্তুপ করে রাখায় আরও যানজট ছিল। আমি সেগুলো সরানোর নির্দেশ দিয়েছি।’ এক প্রশ্নর জবাবে তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে ওই নির্মাণ কাজ শুরু করা ঠিক হয়নি। আর অপরিকল্পিত ড্রেন না হওয়ার কথা। বিষয়টি আমি সরেজমিনে দেখছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.