× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কে স্বাগত জানিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

নওশিন শারমিলি,বাঙলা কলেজ প্রতিনিধি।

১৮ মার্চ ২০২৫, ১৩:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও আলোচনা শেষে রাজধানীর সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের পথে এগোচ্ছে সরকার। অবশেষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এই ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যারা দীর্ঘদিন ধরে পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিল। যদিও শুরুর দিকে তারা নিজেদের কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছিল, তবে সরকারের সিদ্ধান্তে আস্থা রেখে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নের স্বার্থে তারা নতুন এই বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানিয়েছে।


সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানান, “আমরা বরাবরই প্রশাসনিক জটিলতা ও একাডেমিক সমস্যার সমাধান চেয়েছি। সরকার সাত কলেজের জন্য যে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তা আমাদের শিক্ষাজীবনের স্থিতিশীলতা আনবে এবং একাডেমিক কার্যক্রমকে আরও কার্যকর করবে।”


শিক্ষার্থীদের মতে, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ক্লাস ও পরীক্ষার সময়সূচির বিশৃঙ্খলতা, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষাব্যবস্থায় অসামঞ্জস্যতা তাদের একাডেমিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবি দীর্ঘদিনের হলেও, সাত কলেজ মিলে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন হলে তা প্রশাসনিক দুর্বলতা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু মহল সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে তিতুমীর কলেজের অধিকাংশ শিক্ষার্থী এই সিদ্ধান্তের পক্ষে এবং দ্রুততম সময়ে এর বাস্তবায়ন চায়।


তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই, দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হোক এবং সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিনের একাডেমিক জটিলতা থেকে মুক্তি পাক।”


বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সবুজ মাদবর (হিসাববিজ্ঞান, ২০১৮-১৯), সেলিম রেজা (সমাজবিজ্ঞান, ২০১৮-১৯), রাকিবুল ইসলাম সৈকত (২০২০-২১), এম এন মানিক (দর্শন, ২০২১-২২), মো. সানি (হিসাববিজ্ঞান, ২০২২-২৩), আলফাজুর রহমান তুর্য (পদার্থবিজ্ঞান, ২০২৩-২৪), রিফাত আহমেদ (ইসলাম শিক্ষা, ২০২৩-২৪), সিয়াম হোসাইন (পদার্থবিজ্ঞান, ২০২৩-২৪), শফাক আহমেদ (ইংরেজি, ২০২০-২১), আব্দুল্লাহ মুন (উদ্ভিদবিদ্যা, ২০২৩-২৪), সাদ আহমেদ সালমান (ইতিহাস, ২০২৩-২৪), সাদিয়া (ইংরেজি, ২০২৩-২৪) ও সুমাইয়া মিম (অর্থনীতি, ২০২৩-২৪)।


শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, “দ্রুততম সময়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বাস্তবায়িত হলে সাত কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক জটিলতা থেকে মুক্তি পাবে এবং এটি উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.