× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে ম্যাগাজিন পিস্তল ও মাদকদ্রব্যসহ আটক -০৩

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

১৮ মার্চ ২০২৫, ১৪:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাটের কুলাঘাটে ১টি পিস্তল ৩রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেন্সিডিল সহ  তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

১৭ই মার্চ ভোরবেলা লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে কুলাঘাট থেকে বড়বাড়ি গামী পাকা রাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ । গোপন তথ্যের ভিত্তিতে একটি মাইক্রোবাস চেক করার সময়, ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায় ।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিগণ হলেন ১. জুয়েল (২৮), পিতা - নওশের আলী,বাংগালা, ধামরাই, ঢাকা। ২.লিটন হালদার (২৭), পিতা - সুদেব হালদার,ছোট শাকরাইল, শিবালয়, মানিকগঞ্জ ৩. মোঃ আসলাম (৩৫), পিতা - আজিজ, খালিশা, শিবালয়, মানিকগঞ্জ।

এ বিষয় লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, তিনজন আসামীকে মাদকদ্রব্য ৫০ বোতল ফেনসিডিল ও একটি ম্যাগাজিন পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ সদর উপজেলাধীন কুলাঘাট ইউনিয়নে আসামিদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.