× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠিতে মাদক কারবারি গ্রেফতার,বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি।

১৮ মার্চ ২০২৫, ১৪:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠিতে যুব সমাজ রক্ষায় চিহ্নিত মাদক কারবারি হাবীব ওরফে (গুডি হাবিকে) দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নলছিটি উপজেলার বিসিক শিল্পনগরীর সামনের ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে  এলকার সর্বস্তরের জনগণ। 

উপজেলার ঢাপড়,লক্ষনকাঠী,রূপচন্দ্রপুর ও ভেরবপাশা গ্রামের দুই শতাধিক নারি ও পুরুষ এতে অংশনেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,রাসেল হাওলাদার,সাইদুর রহমান বাসির,বেলায়েত হোসেন,খলিলুর রহমান,কবির হাওলাদার,পান্না হাওলাদারসহ স্থানীয় অনেকে। 

এসময় বক্তারা বলেন চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী পতিত আ’লীগ’র দোষর হাবীব ওরফে গুডি হাবি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রাজত্ব কায়েক করে আসছে। বিভিন্ন সময় সামদসহ পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বেড়িয়ে এসে পূনরায় মাদক কারবারে যুক্ত হয়। এতে হুমকিতে রয়েছে এলাকার কিশোর এবং যুব সমাজ। তাই হাবীবসহ জড়িত তাদের আইনের আওতার এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পরে তারা বিক্ষোভ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.