ছবিঃ সংগৃহীত।
মসজিদে তারাবি নামাজ পড়তে যাওয়ার সময় আঃ মান্নান (৬০) নামে এক বৃদ্ধকে বেধড়ক মারপিট করেছে দুষ্কৃতকারীরা। মেরে তার পা ভেঙ্গে দিয়েছে তারা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিবাদীরা স্থানীয় কিশোর গ্যাং এর সদস্য। তারা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সকল প্রকার অপকর্ম করে আসছে। গত ১৩ মার্চ সকাল ১১ ঘটিকায় বিবাদীরা সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন বাদীর বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে আমাদের অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে এবং বাদীর পিতা আঃ মান্নাকে খোঁজাখুজি করে।
তার পিতাকে ঘটনাস্থলে না পেয়ে সকল বিবাদীরা তাদের হাতে থাকা জি আই পাইপ দিয়ে বিল্ডিংয়ের জানালার থাইগ্লাস, দরজা, জানালা এবং টিনের চৌচালা ঘর ভাংচুর করে অনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি করে। পরে একইদিনে রাত ৮ ঘটিকায় বাদীর বসত ঘরের উত্তর পাশের মসজিদের সামনে পাকা রাস্তার উপর দিয়ে বাদীর পিতা আঃ মান্নান নামাজ পড়তে যাওয়ার সময় বিবাদীরা প্রান্ত, শাকিল ও শুভ সহ অজ্ঞাতনামা আরো বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবন্ধে বাদীর পিতা আঃ মান্নানকে পথরোধ করে বিবাদীদের হাতে থাকা লোহার রড, জিআই পাইপ দিয়ে এলোপাথারী মারধর করে বাদীনির পিতার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
গুরুতর আহত হওয়ার পর তিনি মাটিতে পড়ে গেলে শুভ প্রান্ত তাকে হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়া শ্বাসরোধের চেষ্টা করে। অন্যান্য বিবাদীরা তাকে পঙ্গু করার জন্য তাহার দুই পায়ে এলোপাথারী আঘাত করিয়া দুইটি পা ভেঙ্গে ফেলে এবং দুই পায়ের কয়েক জায়গায় মারাত্মক হাড় ভাঙ্গা জখম করে। আঃ মান্নানের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় বিষয়ে কোন প্রকার মামলা মোকদ্দমা করলে তাহলে আঃ মান্নান সহ পরিবারের সবাইকে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। পরে আহত মান্নাকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহত মান্নানের পরিবারের সদস্যরা জানান, গত ১৩ মার্চ হঠাৎ করে তারা বাড়িতে প্রবেশ করে আমাদের ঘরবাড়ি ভাংচুর শুরু করে। আমরা ভয়ে আতংকিত হয়ে যাই। পরে আমাদেরকে বলে মান্নান কই? বলেই বাড়ির সকলকে মারধর শুরু করে। পরে আঃ মান্নান রাতে তারাবি নামাজ পড়তে যাওয়ার সময় একা পেয়ে মেরে তার পা ভেঙ্গে দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
আহত আঃ মান্নান বলেন, তারা গত কিছুদিন যাবৎ আমাদের সাথে শত্রুতা করে আসছে। হঠাৎ করেই ওইদিন রাতে আমাকে খুন করে ফেলতো। আল্লাহ আমাকে বাঁচাইছে। মেরে আমাকে পা ভেঙে দিয়েছে। আমার উপর এই পৈষাসিক নির্যাতনের বিচার চাই।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh