× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গড়িমসি নয়, জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই: জামায়াতের আমির

ঝালকাঠি প্রতিনিধি।

১৮ মার্চ ২০২৫, ১৫:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সুস্থতা কামনা করছি। এই আন্দোলনে যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচারের আওতায় দেখতে চাই। গড়িমসি করে সময় ক্ষেপণ করা নয়, স্বল্প সময়ের মধ্যেই নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে প্রেসক্লাব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সেলিম তালুকদারের সন্তান রোজাকে দেখতে ঝালকাঠি আগমনের প্রাক্কালে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগস্ট বিপ্লবের পর থেকে শহীদ পরিবারের পাশে আছি। আমরা তাদের প্রতি দয়া করিনি, বরং তারা দয়া করে আমাদের সময় দিয়েছেন। অনেক বিপ্লবী পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন। ফ্যাসিবাদীরা হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছে, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ জালিমদের অবকাশ দেন, কিন্তু ছেড়ে দেন না। আওয়ামী ফ্যাসিবাদীদের অপমানজনক পতন হয়েছে, তাদের বিচার দুনিয়াতেও করতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেওয়া কন্যা রোজাকে দেখতে এসেছি এবং আল্লাহ চাইলে তার বিয়ের আগ পর্যন্ত সমস্ত দায়-দায়িত্ব জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বহন করা হবে।"

ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসেন হেলাল, মিডিয়া ব্যক্তিত্ব ফয়জুল হক, জেলা নায়েবে আমির এবিএম আমিনুল ইসলাম, বাকসুর সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান হোসেন তালুকদার প্রমুখ।

পথসভা শেষে ডা. শফিকুর রহমান শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমি ও নবজাতক কন্যা সাইমা সেলিম রোজাকে দেখতে তাদের বাড়ি কৃষ্ণকাঠিতে যান। সেখানে তিনি শিশুটির নামকরণ করেন এবং তার ভরণপোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এরপর জামায়াতে ইসলামীর আমির ঢাকার উদ্দেশ্যে ঝালকাঠি ত্যাগ করেন।

উল্লেখ্য, শহীদ সেলিম তালুকদার মৃত্যুর এক বছর আগে ঝালকাঠির কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন। সেলিমের মৃত্যুর চার দিন পর জানা যায়, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। গত ৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে শহীদ সেলিমের স্ত্রী কন্যাসন্তান জন্ম দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.