× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ২

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।

১৮ মার্চ ২০২৫, ১৬:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় সাবেক কাউন্সিলর হানিফ আহমেদ ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ মার্চ) রাতে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর হানিফ আহমেদ এবং মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে বালিজুড়ী বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়।
হানিফ আহমেদ মাদারগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন সবুজ চর পাকের দহ ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক। 
মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দর জানান, বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় হানিফ আহমেদ ও জাকির হোসেন সবুজকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে  জামালপুর আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

এ ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.