× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে গাড়ী চালকের লাশ উদ্ধার

মাসুদুর রহমান ,জামালপুর প্রতিনিধি।

১৮ মার্চ ২০২৫, ১৬:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরে মাদারগঞ্জে শাহীন আলম(৪৩) নামের গাড়ী চালকের লাশ উদ্ধার করেছে শ্যামগন্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা । আজ (১৮ মার্চ) সকাল ৯ টায় ৬ নং আদারভিটা ইউনিয়নের পলিশা বড় খাল ব্রিজের পশ্চিম পার্শে খালি জায়গায় থেকে তার লাশ উদ্ধার করা হয় । 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সুত্রে জানা যায় , মঙ্গলবার সকাল ৮ টা থেকে সাড়ে আটটার সময় পলিশা বড় খাল ব্রিজের পশ্চিম পার্শে খালি জায়গায় একটি পরিচয়বিহীন লাশ দেখতে পায় স্থানীয়রা । পরে তারা পুলিশে সংবাদ দিলে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের  এসআই মোঃ ফিরোজ মিয়া  এর নেতৃত্বে সকাল ৯ টায় লাশটি উদ্ধার করে আনা হয় । পরবর্তীতে সকালে থানায় গিয়ে শাহীন আলম এর প্রথম স্ত্রী জরিনা বেগম লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন । শাহীন আলম ২ টি বিয়ে করেন । প্রথম স্ত্রী থানায় আসলেও ২য় স্ত্রীকে স্বামীর খোজ নিতে দেখা যায়নি । তিনি জামালপুর জেলার সদর উপজেলার জঙ্গলপাড়া বোটঘর গ্রামের মৃত নেদল এর ছেলে । তিনি গাড়ী চালকের পাশাপাশি আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন।  ইতিপূর্বে গাড়ীতে করে একাধিক বার চোরাই পণ্য পাচার করেছেন।তার বিরুদ্ধে হত্যা ও হাতে নাতে গরু চুরি সহ জামালপুর সদর থানায় ১৮৬০ পেনাল কোডের  ৪৫৭/৩৮০ এফআইআর নং-৩১/৩১ সহ প্রায় ১১ টি মামলা রয়েছে ।
এদিকে বিকাল ৪ টায়  এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহীন আলমকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তার প্রথম স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন ।   

এ বিষয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: নজরুল ইসলাম বিকাল ৪ টা ১০ মিনিটে মুটোফোনে জানান , যে লাশটি পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে ১১ টি মামলা  রয়েছে । নিহতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.