রংপুরের বদরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে এক স্বাস্থ্য কর্মীকে চেক জালিয়াতি মামলায় আটক করেছে পুলিশ। গত রবিবার ১৬ মার্চ তাকে পৌরশহর সাহাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মশিউর রহমান।
তিনি কালুপাড়া ইউনিয়নের জামুবাড়ি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত।বাদী অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, গত ২১ সালের (২৭ মে) তারাগঞ্জে আনিছুল হক নামে এক ব্যাক্তি ব্যবসায়ী লেনদেনর জন্য মশিউর কাছে পাওনা ১ লক্ষ টাকা ৬০ হাজার টাকার জন্য আনিছুল হককে চেক দেন।
পরবর্তীতে পাওনাদার আনিছুল হক ওই চেক ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।পরে আনিছুল হক বাদী হয়ে তারাগঞ্জ আমলি আদালতে মশিউর রহমান নামে নালিশি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বাদী রংপুর চিফজুডিশিয়াল আদালতে মশিউর রহমান নামে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলা ২০২৪ সালে (১৫ নভেম্বর) স্বাস্থ্য কর্মী মশিউর রহমান কে গ্রেফতার করেন বদরগঞ্জ থানা পুলিশ। সাত দিন সাজা খেটে স্বাস্থ্য কর্মী মশিউর জামিনে মুক্ত হয়।বাদীর টাকা পরবর্তীতে পরিশোধ করে নি মশিউর রহমান। গত একসপ্তাহ আগে রংপুর চিফজুডিশিয়াল আদালত আবারও মশিউর রহমান নামে গ্রেফতারি ওয়ারেন্ট জারি হয়।
এ বিষয়ে বদরগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন বলেন, বিষয়টি আদালতের। তাই তার বিষয়ে আমার কোন মন্তব্য নেই।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, চেক ডিজঅনার মামলায় আটক মশিউর রহমান কে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।