শেরপুরের নালিতাবাড়ীতে সমাজের অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব-দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার পৌছে দেয়ার একটি ক্ষুদ্র পদক্ষেপ নেওয়া হয়।
আজ (১৮ই মার্চ) উপজেলার ৫০টি অসহায়-অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীতে ছিলো ২ কেজি চাল, সয়াবিন তেল,সেমাই,চিনি,আলু,পেঁয়াজ,ডাল,ছোলা বুট,গুড়ো দুধ ও সাবান। এছাড়াও এবারের রমজানে 'তৃপ্তির ইফতার-২০২৫' নামক ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে গত দুই সপ্তাহে পৌরশহরের ২০০ জন ভাসমান এবং পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৪ ই জানুয়ারি প্রতিষ্ঠা পায় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই তারা ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সংগঠনটি আরো অনেক দূর এগিয়ে যাবে।