× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার ঢাবিতে

জবি প্রতিনিধি।

১৮ মার্চ ২০২৫, ১৬:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান আকাশ ও জবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসাইন সানিমকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের এক বিজ্ঞপ্তিতে এমনটা দেখা যায়।

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তালিকায় রয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসাইন সানিম ও মার্কেটিং বিভাগ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান আকাশের নামও রয়েছে এই তালিকায়।

বহিষ্কৃত এসব শিক্ষার্থীর সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.