জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান আকাশ ও জবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসাইন সানিমকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের এক বিজ্ঞপ্তিতে এমনটা দেখা যায়।
১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসাইন সানিম ও মার্কেটিং বিভাগ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান আকাশের নামও রয়েছে এই তালিকায়।
বহিষ্কৃত এসব শিক্ষার্থীর সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।