× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙ্গায় রেললাইনের পাশথেকে ক্ষত-বিক্ষত যুবকের মরদেহ উদ্ধার

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

১৮ মার্চ ২০২৫, ১৭:০২ পিএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৫, ১৭:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদি মাছের আড়ৎ সংলগ্ন রেল লাইনের পাশ থেকে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করে।

নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলা তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মোস্তফা শেখের পুত্র রনি শেখ(২৫)। সে পাশেই মাছের আড়তের চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী মুক্তা বেগম জানান, সকাল অনুমানিক সাড়ে নয়টার দিকে গোবর ভাংতে বাসা থেকে বেরই হঠাৎ দেখি রেল লাইনের পাশে একটা মানুষের লাশ পড়ে আছে। আশপাশে কোন লোক দেখতে না পেয়ে আমি পুলিশকে খবর দেই।

প্রথমে অজ্ঞাতহ হিসেবে ধরে নেয়া হয়েছিল কিন্তু আস্তে আস্তে সংবাদটি ছড়িয়ে পড়লে স্থানীয় আশেপাশের লোকজন জড়ো হয়ে পড়েথাকা মৃত লাশটি সনাক্ত করা হয়। 

এ বিষয়ে ভাঙ্গা থানার এস,আই আবজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ভাঙ্গা পৌর এলাকার আতাদী মাছের আড়ৎ ও রেললাইনের পাশ থেকে ক্ষত- বিক্ষত এক যুবকের লাশ উদ্ধার করি। সে ঘটনা স্থলের পাশেই মাছের আড়তে চাকরি করতো। প্রাথমিকভাবে ধারণা করছি, কাজ শেষ করে রেললাইনের উপর হাটতে ছিল বা বসা ছিল। হয়তো ট্রেনের ধাক্কা খেয়ে তার মুখমণ্ডল সহ বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে বা অন্য কোন কারণ আছে কিনা সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.